কানাইঘাটে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর, জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

32

বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক বিএনপি কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। কানাইঘাটের সম্প্রীতির রাজনীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন কারী ঐসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেন- ১৫ আগষ্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে নেতাকর্মীরা যখন বাড়ি ফিরে যায়। ঠিক তখনি কতিপয় অতিউৎসাহী পুলিশ ও সশস্ত্র আওয়ামীলীগ, ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাসীরা বিএনপির স্থানীয় কার্যালয়ে ব্যাপক তান্ডব চালায়। তারা বিএনপির অফিসে চেয়ার টেবিল সহ সকল আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয়। এই ধরনের ন্যাক্কার জনক কর্মকান্ড কানাইঘাটে অতীতে কষনও ঘটে নাই। দীর্ঘদিন থেকে কানাইঘাটে সম্প্রীতির একটা রাজনীতির পরিবেশ ছিল। কিন্তু বাকশালী সরকার কানাইঘাটের ঐতিহ্যবাহী সম্প্রীতির রাজনীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করেছে। কানাইঘাট বাসী তাদের ঘৃনাভরে প্রত্যাখ্যান জানিয়েছে। অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কানাইঘাটবাসী এসব সন্ত্রাসীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করে তাদের বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি