স্বাধীনতা

114

রমজান আলী রনি

এই দেশেরই সবাই মিলে
জীবন ধরে বাজি
বজ্রকণ্ঠে আওয়াজ তুলে
মরতে আছি রাজি।

রূপকথারই বাংলা আমার
কোথায় বলো পাই
বুকের তাজা রক্ত ঢেলে
যার তুলনা নাই।

আমার দেশের স্বাধীনতা
মায়ের হাসির সুরে
আমাদের দেশের স্বাধীনতা
বীর শহীদের ক্রোড়ে।

রক্ত দিয়ে কেনা হলো
সোনার বাংলাদেশ
ওদের কথা বলতে গেলে
হবেনাতো শেষ।