ত্যাগের ঋণ

65

কাব্য কবির

দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে
পেলাম বিজয় মালা,
বিজয় স্রোতে ভেসে গেলো
বীর বাঙালির জ্বালা।

শত মায়ের দামাল ছেলে
যুদ্ধে চলে গেলো,
যুদ্ধ শেষে দামাল ছেলে
ফিরে নাহি এলো।

বুকের ঐ রক্ত মাটিতে
আছে আজও মিশে,
ওদের ত্যাগের মূল্য শোন
শোধ হবে যে কিসে??

ত্যাগের মূল্য হবেনা শোধ
শোনো কোন দিনই,
চিরদিনই ওদের কাছে
থাকবো আমরা ঋণী।