৪ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা

38

সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ম্যাজিস্ট্রেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা যে ভাবে সিলেটে কাজ করেছেন, ঠিক একই ভাবে যেখানে দায়িত্ব পালন করবেন সেখানেও সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন।
তিনি গতকাল ৩ অক্টোবর বিকেলে আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে আদালতের ৪ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু ওবাইদা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্র কাঁকন দে ও মাহবুবুর রহমান ভূইয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন খানম লিলা, লায়লা মেহের বানু, ফারজানা সাকিলা সোমু চৌধুরী ও সুলেখা দে, বিদ্যুৎ কোর্টের ম্যাজিস্টেট্র মোঃ আব্দুল হালিম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্র মোহাম্মদ খাইরুল আমীন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ আতিকুল হায়দার ও বেগম সুবর্ণা সিনহা। অন্যান্যের বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জুডিসিয়ার পেশকার লেনিন পোদ্দার। কম্পিউটার অপারেটর এনামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন কর্মচারীদের পক্ষে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা (নাজির) মোঃ নিজাম উদ্দিন, প্রসেস সার্ভারদের পক্ষে মিয়া মোঃ রুস্তুম, স্টেনোগ্রাফারদের পক্ষে দীপংকর পাল, বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম, আব্দুল লতিফ আহমদ আলী ও ফাইজুল ইসলাম, ক্যাশিযার খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি