সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ লক্ষ্যে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং অক্সফাম ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হাওর অঞ্চলের জীবন-জীবিকা: সরকারি পরিষেবার ভূমিকা শীর্ষক একটি সংলাপ শনিবার সুনামগঞ্জের একটি স্থানীয় রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সিডিপির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিথির বক্তব্য রাখেন নারী নেত্রী শিলা রায়। সংলাপে বিশেষ বক্তার বক্তব্যে সার-সংক্ষেপ উপস্থাপনা করেন সিডিপির ফেলো অধ্যাপক মেস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিপির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তপন রুরাম, সূচনা বক্তব্য রাখেন অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টার ড. দীপঙ্কর দত্ত।
সুনামগঞ্জ সংলাপে জেলার বিভিন্ন উপজেলার এবং বিভিন্ন সেক্টরের দুই শতাধিক লোক অংশ নেন। সংলাপে বক্তারা দেশের সাতটি জেলা নিয়ে হাওর বিষয়ক মন্ত্রণালায় করার জন্য সরকারের কাছে দাবি জানান।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে তাদের মতমত ব্যক্ত করেন। উন্মুক্ত আলোচনায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, সিডিপি টেকসই জীবিকা কাঠামোতে সুনামগঞ্জের অবস্থা বিপন্নতার প্রেক্ষিত অংশে যে তথ্য তুলে ধরেছে তা সঠিক নয়। ২০১৭ সালে সুনামগঞ্জে কোন বন্যা হয়নি, মনুষ্য সৃষ্টি দুর্যোগে জেলার কৃষকরা তাদের শত ভাগ ফসল হারিয়েছে। দুর্নীতিবাজ ঠিকাদারদের দুর্নীতির কারণে সুনামগঞ্জের শতভাগ ফসল তলিয়ে গিয়েছিলো। এর পর থেকে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোল কৃষকদের পক্ষে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছে।
মানবাধিকার কর্মী ফজলুল হক জেলার চিকিৎসা ব্যবস্থার বাস্থব চিত্র তুলে ধরেন, জরুরী বিভাগের ডাক্তার চিকিৎসা না দিয়ে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করার চিত্র তুলে ধরেন এবং সিভিল সার্জনের খুঁটির জোর কোথায় তা জানতে চান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক আল-হেলাল, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, মাহতাব উদ্দিন তালুকদার, কুলেন্দু শেখর দাস তালুকদার, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী, কালেরকণ্ঠ জেলা প্রতিনিধি শামস শামীম সহ অর্ধ শতাধিক বক্তা আলোচনায় অংশ নন।