সিন্টু রঞ্জন চন্দ :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার পরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম ৪০ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এবার ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫০ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ১১ লাখ ৩ হাজার ৯৪৪ জন।
এদিকে প্রতীক বরাদ্দের পর পরই গতকাল সোমবার মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের প্রার্থী আওয়ামী লীগের ড. একে আব্দুল মোমেন ও বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেছেন। তাছাড়া নগরীর বেশ কয়েকটি স্থানে পোস্টার, মাইকিং ও ব্যানার রাস্তায় সাঁটানো করতে দেখা গেছে। অন্যান্য প্রার্থীরাও তাদের নিজ নিজ এলাকায় প্রচারণায় নেমে পড়েছেন। তবে প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ৮ টার মধ্যে এসব নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করতে হবে।
প্রতীক বরাদ্দ পাওয়া ৪০ প্রার্থীরা হচ্ছেন-
সিলেট-১: (মহানগর ও সদর) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপুলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন (বটগাছ) প্রতীক পান। সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৯৩৬ জন। যা অন্য আসনের চেয়ে ভোটার সংখ্যা সবচেয়ে বেশী।
সিলেট-২: (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। তারমধ্যে মহাজোটের ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), বিএনপির তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়ালঘড়ি), গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), ন্যাশনাল পিপুলস পার্টির মো. মনোয়ার হোসাইন (আম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মো. মোশাহিদ খান (টেলিভিশন)। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন।
সিলেট-৩: (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী (নৌকা), বিএনপির শফি আহমদ চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের এম এ মতিন বাদশা (হাতপাখা), জাতীয় পার্টির মো. উছমান আলী (লাঙ্গল), খেলাফত মজলিসের মো. দিলওয়ার হোসাইন (দেওয়ালঘড়ি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের হাফিজ মাওলানা আতিকুর রহমান (রিকশা)। ৩ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৩৯৬ জন।
সিলেট-৪: (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), বিএনপির দিলদার হোসেন সেলিম (ধানের শীষ), জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোজ কুমার সেন (কোদাল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জিল্লুর রহমান (হাতপাখা)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন।
সিলেট-৫: (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে একজন স্বতন্ত্রপ্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আমিন (হাতপাখা), গণফোরামের বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), বাংলাদেশ মুসলিম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী ঐক্যজোটের এমএ মতিন চৌধুরী (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী (সিংহ) প্রতীক পেয়েছেন। এছাড়া এ আসনে ৩ লাখ ২৪ হাজার ২৫০ জন ভোটার রয়েছেন।
সিলেট-৬: (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), বিকল্প ধারা বাংলাদেশের শমসের এম চৌধুরী (কুলা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আজমল হোসেন (হাতপাখা)। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৯২ হাজার ৮৯৭ জন।
প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা:
নির্বাচনী প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গতকাল সোমবার প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থীদের অনেকেই হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমে পরেন। দুপুরের পর থেকে নগরীতে অনেক প্রার্থীর পক্ষে মাইকিং করতে দেখা যায়।
সিলেট ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন (নৌকা) প্রতীক পেয়েই দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর ধোপাদীঘিরপারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এই আসনের বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ) প্রতীক বরাদ্দ পেয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে তার সমর্থনে নগরীরে একটি মিছিল বের হয়।