আত্মতৃপ্তিতে সমাজকে ভিন্ন কিছু দিতে প্রতিজ্ঞাবদ্ধ রোটারিয়ানরা – সাবেক স্বরাষ্ট্র সচিব

34

সাবেক স্বরাষ্ট্র সচিব, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান সি কে কিউ মোস্তাক আহমেদ বলেছেন, পৃথিবী ব্যাপী মানবকল্যাণের ক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছে রোটারি। আন্তরিকতা, সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ উন্নয়নে অবদান তাদের নেতৃত্বের বিকাশ ঘটাচ্ছে। আত্মতৃপ্তি নিয়ে কৃত কর্ম, দেশের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সমাজকে ভিন্ন কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানরা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
রোটারী ক্লাব অব সিলেট সাউথ-এর উদ্যোগে ক্লাবের ৩১তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডীপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুটি পর্বের প্রথম পর্বে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট সাউথের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান ক্ষমা কান্ত চক্রবর্তী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ। ৩১তম অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান পিপি আতাউল করিম সেলিমের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, আইপিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী, রোটারি ৩২৮১-এর আইপিডিজি এফ এইচ আরিফ, রোটারি গভর্ণর ইলেক্ট লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, গভর্ণর নমিনী ড. বেলাল উদ্দিন আহমেদ, এসিস্ট্যান্ট গভর্ণর পিপি মতিউর রহমান। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের মাধ্যমে রোটারিয়ান পিপি প্রফেসর জয়ন্ত দাশ সম্পাদিত ‘দ্য হরিজন’ এর মোড়ক উন্মোচন করা হয়।
এমসি কলেজ, সিলেট-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে রোটারি ইয়ার ২০১৭-১৮-এর সেক্রেটারী রিপোর্ট পেশ করেন এসিস্ট্যান্ট সেক্রেটারী রোটারিয়ান আশরাফুল হক এবং বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান ক্ষমাকান্ত চক্রবর্তী। এরপর দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদকে দায়িত্ব তুলে দেন তিনি। দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী রোটারিয়ান শাহজাহান খানের কাছে চার্টার হ্যান্ডওভার-এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ নিয়মিত সভার আহবান করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন গভর্নর স্পেশাল এইড রোটারিয়ান পিপি বদরুজ্জামান, প্রধান অতিথির জীবনবৃত্তান্ত পাঠ করেন রোটারিয়ান অশোক বর্মণ অসীম এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি প্রফেসর জয়ন্ত দাশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান এইচ এম কামরুল ইসলাম, গীতা পাঠ করেন রোটারিয়ান ড. দিলীপ কুমার দাস, রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী। সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং স্বাগত নৃত্য পরিবেশন করেন শ্যামল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী তন্নী দেব, পার্থ প্রদীপ মল্লিক, মৌসুমী দেব এবং নাটিকা পরিবেশন করেন মদনমোহন কলেজ থিয়েটারের শিল্পীরা। শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান রোকসানা ইসলাম চৌধুরী, রোটারিয়ান বীণা সরকার, পিপি আব্দুল হামিদ চৌধুরী, পিপি আব্দুল মালিক সুজন, রোটারিয়ান জাবেদ ইমদাদ চৌধুরী, রোটারিয়ান গৌরাঙ্গ তালুকদার, রোটারিয়ান শাহজাহান খান, রোটারিয়ান নূর মোহাম্মদ আদনান, রোটারিয়ান আসাদুজ্জামান, রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ মহসিন। বিজ্ঞপ্তি