হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে কোন গাফিলাতি সহ্য করা হবে না – পানি সম্পদ প্রতিমন্ত্রী

16
সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে পাউবোর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পানি সম্পাদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

নিজাম নূর জামালগঞ্জ থেকে :
সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আওতাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পাদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। শনিবার সকাল ১০টায় ধর্মপাশা ও জামালগঞ্জের গজারিয়া, সহ বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। পরির্দশন শেষে দুপুরে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে কানাইখালী নদী খননের জন্য ফেনারবাঁক গ্রামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা শাহরিয়ার চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এমপি, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী-১, মো. সাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন সহ প্রমুখ। প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ফসল রক্ষা বাঁধ দ্রুত শেষ করতে হবে। কোন প্রকার অনিয়ম হলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পিআইসিদের কাজের অগ্রগতির জন্য প্রশাসনকে অবহিত করেন।