স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) আয়োজনে এবং সিলেট প্রেসক্লাবের সহযোগিতায় ৩ দিনব্যাপী শুরু হয়েছে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা।
গতকাল সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো সিলেট প্রেসক্লাব মিলানায়তনে এ কর্মশালা শুরু হয়। এ কর্মশালায় অনুসন্ধান মূলক রিপোর্ট লেখার কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাশরুর আলম। এছাড়া কর্মশালায় অনুসন্ধান মূলক রিপোর্ট প্রচারের ধরণ ও প্রবণতা, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবন্ধতা ও করণীয়, সোর্সের ব্যবহারসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
আজ শুক্রবার সমাপনী দিনে প্রশিক্ষনকারীদের মধ্যে অনুসন্ধানী রিপোটিং এর উপস্থাপনা কৌশল ও পদ্ধতি তুলে ধরবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ সাংবাদিক বিভাগের প্রভাষক রাহাত মিনহাজ।
এছাড়া ও অনুসন্ধানী সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নীতিমালা বিষয়ক মূল বক্তব্য এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিআইবি’র মহাপরিচালক মো: শাহ আলমগীর।