গোলাপগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

45

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন ও জুয়া খেলার সরঞ্জামসহ একজন আটক। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণের) এসআই মুড়ল মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোলাপগঞ্জ পৌরসভার চিহ্নিত মাদক স্পট খাসিখাল ব্রিজের মিনা ম্যানশনের সামন থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে। আটকৃতরা হলেন, গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের ছলু মিয়ার ছেলে আব্দুল ছমিক উরফে আব্দুল মালেক (২৬) ও একই গ্রামের আব্দুল হাসেমের ছেলে আব্দুল মুহিত (২৬)। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা মিনা ম্যানশনের সামনে সিলিন্ডার সুহেদের কর্মচারী পরিচয় দিয়ে এখানে দীর্ঘদিন থেকে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। ওই মার্কেটের কেয়ারটেকার গোলাপগঞ্জ থানার একাদিক মাদক মামলার আসামী রণকেলী উত্তর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে জামাল আহমদের বড় ভাই সেলিম আহমদ বলে জানা যায়। ভয়ে কেউই মুখ খুলার সাহস পায় না।
ওইদিন রাত সাড়ে ১১টায় উপজেলার ভাদেশ^র ইউপির মোকামবাজার বিআইপি সেলুনের সামন থেকে জোয়া খেলার সময় জুয়ার সরঞ্জামসহ ভাদেশ^র ইউপির দক্ষিণগাঁও গ্রামের ফারুক আহমদের ছেলে রুবেল আহমদ (৩২) কে আটক করে। এ সময় আরো কয়েকজন পুলিশ টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায়ও ডিবি পুলিশের এসআই মুড়ল মিজানুর রহমান বাদী হয়ে জোয়া আইনে একটি মামলা করছেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,৩জন আটকের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।