গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় বক্তারা ॥ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী চান

61

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির প্রার্থী দেয়ার দাবিতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী নেতাকর্মীদের এক মতবিনিময় সভা সোমবার বিকালে গোলাপগঞ্জ পৌর সদরের এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নছিরুল হক শাহিনের সভাপতিত্বে ও ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিলাল উদ্দিনের পরিচলনায় মতবিনিময় সভায় বক্তব্যদেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গফুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম ময়ুর, সাবেক আহবায়ক মহি উস সুন্নাহ চৌধুরী নার্জিস, সাবেক সদস্য সচিব রাজু আহমদ তালুকদার, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মশিকুর রহমান মহি, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক আমিন উদ্দিন, ফুলবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এস এ রিপন, বাঘা ইউপি বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, ফুলবাড়ী ইউপি বিএনপির সভাপতি সাইস্থা মিয়া, লক্ষ্মীপাশা ইউপি বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিতু, ঢাকাদক্ষিণ ইউপি বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, লক্ষণাবন্দ ইউপি বিএনপি সভাপতি মিসবাহ উদ্দিন, ভাদেশ্বর ইউপি বিএনপির সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক জলিল, পশ্চিম আমুড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্না, বাদেপাশা ইউপি বিএনপির সভাপতি ছায়াদ মিয়া, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুর উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক সালাউদ্দিন, জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সাদিকুর রহমান, গোলাপগঞ্জ জাসাসের সভাপতি আমির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বারবার এই আসনটি আমাদের বিএনপির যোগ্য প্রার্থী থাকার পরেও এই আসনে বিএনপির প্রার্থাী দেয়া হয় না। বিগত সময় আমরা বিএনপির প্রার্থী না থাকায় এই আসনটি হারিয়েছি। সিলেট-৬ আসন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির প্রার্থী দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এছাড়া উক্ত মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি