হাইব্রিড পদবীধারী নেতাদের বহিষ্কার চায় বিশ্বনাথ যুবলীগ

47

জাহাঙ্গীর আলম খায়ের বিশ্বনাথ থেকে :
যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জমা চৌধুরী অনুসারী বিশ্বনাথ উপজেলা যুবলীগের ইফতার মাহিল সম্পন্ন করা হয়েছে। রবিবার (২৬ মে) দক্ষিণ বিশ্বনাথের আল্-মদিনা হাউজিং এস্টেট প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রথমে যুবলীগ নেতাদের বক্তব্যে উঠে আসে দলীয় হালচাল। তারা হাইব্রিড নেতাদের বহিষ্কারের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান। একে একে অতিথিসহ সকল বক্তারাও একই দাবি করেন।
এ সময় সভায় বক্তারা বলেন, সর্বশেষ ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সারা দেশে যেভাবে হাইব্রিড আ’লীগদের যোগদান বেড়েছে, তেমনি তাদের অত্যাচারও দিনদনি বেড়েই চলেছে। বিএনপি-জামায়াত জোটের শাসনামলে যারা আ’লীগের নেতাকর্মীদের নির্যাতন করেছে, দলের নেতাকর্মীকে পিটিয়ে পঙ্গু করেছে, সেই তারাই এখন আ’লীগের বড় বড় পদে আসীন রয়েছে। একইভাবে অনুপ্রবেশকারি হাইব্রিড ও নব্য আ’লীগারদের অত্যচারে বিশ্বনাথের ত্যাগী আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতিষ্ঠ। তাই, অনতি বিলম্বে নব্য ও হাইব্রিড আ’লীগারদের বহিষ্কার এখন সময়ের দাবি।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে হাইব্রিড আ’লীগদের যে তালিকা তৈরী করা হচ্ছে সেটা যেন বাস্তবায়ন করা হয়। কারণ আসল খাদ্য এবং ভেজাল খাদ্যের মধ্যে যে পার্থক্য রয়েছে তেমনি আসল ও নকল আ’লীগদের মধ্যেও অনেক অনেক পার্থক্য রয়েছে। বিষয়টি উপলব্ধি করে সারা দেশের ন্যায় বিশ্বনাথের পদবীধারি অনুপ্রবেশকারী হাইব্রিড আ’লীগদের বহিষ্কার আদেশ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানানো হয়।
উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকনের সভাপতিত্বে ও রুহেল খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এএইচএম ফিরোজ আলী, উপজেলা আ’লীগ নেতা বশির আহমদ, আব্দুল জলিল জালাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সিতার মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের প্রাক্তন যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, আ’লীগ নেতা নোয়াব আলী, যুবলীগ নেতা সামসুল ইসলাম ও শেখ মখন মিয়া।