২০ দলীয় জোটের শীর্ষনেতা, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব গোলাপগঞ্জ উপজেলা ইসলামী ঐক্যজোট কার্যালয়ে এক মতবিনিময় সভায় বলেন যে, সরকারের দায়িত্বশীল ব্যক্তি প্রচার করে যাচ্ছেন যে, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের জনগণ জোটের প্রার্থীগণকে নির্বাচিত করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণ ভোট দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও জোটের মনোনীত প্রার্থীগণকে নির্বাচিত করবেন। বেগম জিয়াই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী।
গোলাপগঞ্জ উপজেলা কার্যালয়ে আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় এভাভোকেট রকিব উপরোক্ত মন্তব্য করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, জেলা কমিটির সভাপতি মাওলানা মুফতী আব্দুল কারীম হাক্কানী, সাধারণ সম্পাদক ইলিয়াছ বিন রিয়াছত, উপজেলা সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, মাওলানা মনির উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা বদরুদ্দোজা মুমিন, শফিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি