বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নবীন দল হলেও, প্রতিভা অন্বেষণের পাশাপাশি পেশাদারী নানা কর্মকান্ডে নিজেদের আলাদা করে চিনিয়েছে সিলেট সিক্সার্স। গেলো মৌসুমে ‘ফিউচার সিক্সার্স’ কর্মকান্ডের মাধ্যমে বোলিং প্রতিভা বাছাই করেছেন পেইস বোলিং কিংবদন্তী ওয়াকার ইউনুস। এবার সিলেট বিভাগের সেরা উদীয়মান ব্যাটসম্যান বাছাই করা হবে ‘ফিউচার সিক্সার্স’ ক্যাম্পেইনের মাধ্যমে। আগামী ৪ ডিসেম্বর (মঙ্গলবার) ও ৫ ডিসেম্বর (বুধবার) সিলেট জেলা স্টেডিয়াম ও মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ফিউচার সিক্সার্স’ ক্যাম্পেইন। সুনামগঞ্জ জেলা ও সিলেট মেট্রোপলিটনের নিবন্ধিত ব্যাটসম্যানরা ৪ ডিসেম্বর (মঙ্গলবার) সিলেট জেলা স্টেডিয়ামে প্রাথমিক বাছাইয়ে অংশ নিবেন। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিবন্ধিত ব্যাটসম্যানরা ৫ ডিসেম্বর (বুধবার) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে প্রাথমিক বাছাইয়ে অংশ নিবেন। গেলো ২ ডিসেম্বর থেকে সিলেট সিক্সার্সের অফিসিয়াল ফেইসবুক পেইজে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। যারা এখনও অনলাইনে রেজিস্ট্রেশন করেনি, তারা চাইলে সরাসরি ভেণ্যুতে নাম নিবন্ধনের সুযোগ পাবেন। যাতায়াতের সুবিধার জন্য ২ দিনই স্ব স্ব জেলা থেকে একাধিক বাস আসবে প্রাথমিক বাছাইয়ের ভেন্যুতে। ২ দিন ব্যাপী এই প্রাথমিক বাছাই থেকে সেরা ব্যাটসম্যান বেছে নিবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সিলেট সিক্সার্সের অলরাউন্ডার নাসির হোসেন, জাতীয় ক্রিকেটার ও সিলেট সিক্সার্সের অলরাউন্ডার অলক কাপালি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র বয়সভিত্তিক দলের নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার আব্দুল হান্নান সরকার। সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন, ‘এবারকার বিপিএল শিরোপা জয়ের জন্য ব্যালেন্সড একটা দল গড়েছি আমরা। ডেভিড ওয়ার্নারের মতো বিশ্বসেরা ব্যাটসম্যান খেলবেন সিক্সার্সের জার্সিতে। সঙ্গী হবেন দেশী-বিদেশী অনেক তারকা ক্রিকেটার। ওয়াকার ইউনুসের মতো কিংবদন্তীর পাশাপাশি দেশী-বিদেশী সাপোর্ট স্টাফ আছেন সিক্সার্সে। আমরা চাই সিলেট বিভাগের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা তাদের সান্নিধ্য পাক। সে ভাবনা থেকেই ফিউচার সিক্সার্স ক্যাম্পেইন।‘ বাছাই করা সেরা ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে দারুন সব সুযোগ। বিপিএল চলাকালীন সিলেট সিক্সার্স দলের সঙ্গে সাক্ষাতের পাশপাশি অনুশীলণের সুযোগ পাবেন তারা। টিপস পাবেন সিলেট সিক্সার্সের হেড কোচ ওয়াকার ইউনুস-সহ দেশী-বিদেশী সাপোর্ট স্টাফদের কাছ থেকে। একই সঙ্গে সিলেট সিক্সার্সের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকছে এসব প্রতিভাবানদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা। বিজ্ঞপ্তি