মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করেছে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা কমিটি। শনিবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা কমিটির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা কমিটির যুগ্ম আহবায়ক কাওছার আহমদ সাহেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মনজ কাপালি মিন্টু, রাজু আহমদ কামাল, মনিরুল হক পিনু, আবু তাহের শুভ, কবির আহমদ, মাসুদ আহমদ, এডভোকেট রিবলু আহমদ, রাসেল আহমদ রতন, লুৎফা বেগম, মনি বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাঙালি জাতির বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশের প্রত্যেক তরুণকে সুখি, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এ বিজয়ের মাসেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তিকে ব্যালট পেপারের মাধ্যমে প্রতিহত করতে হব। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।