মেডিকেয়ার মেডিকেল সার্ভিসেস-এ বৈজ্ঞানিক সেমিনার ॥ শিশু অর্থোপেডিক ও ল্যাপ সার্জারীতে সফল চিকিৎসা সম্ভব

179

এ্যাপোলো হাসপাতাল, চেন্নাই, ভারত এবং মেডিকেয়ার মেডিকেল সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে ‘রিসেন্ট এডভান্সমেন্টস ইন পেডিয়্যাট্রিক অর্থোপেকিক্স’ এবং ‘ গ্যাস্ট্রোইনটেস্টিনাল ডিজিজেস- রোল অব এডভান্সড ল্যাপোরস্কপি ইন দ্য কারেন্ট এরা’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় মিরবক্সটুলাস্থ মেডিকেয়ার সেন্টারে আয়োজিত এই সেমিনারে সিলেটের শহরের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।
মেডিকেয়ার মেডিকেল সার্ভিসেস-এর ম্যানেজিং ডিরেক্টর ডা. মাহমুদুল মজিদ চৌধুরী শাহিনের সঞ্চালনায় এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে বক্তব্য রাখেন এ্যাপোলো চেন্নাই হাসপাতাল-এর পেডিয়্যাট্রিক অর্থোপেডিক সার্জন ডা. আর শংকর।
সেমিনারে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর আর্থোপেডিক্স সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সাইরাস সাকিবা, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো সার্জারী বিভাগের প্রফেসর ডা. ইসতিয়াক উল ফাত্তাহ, পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট-এর ট্রমা ও অর্থোপেডিক সার্জন সহযোগী অধ্যাপক ডা. মুকুল রঞ্জন ঘোষ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও জেনারেল এন্ড ল্যাপোরস্কপিক সার্জন ডা. এম এ আশিক আনোয়ার বাহার, সিলেট সদর শামুসদ্দিন আহমদ হাসপাতাল-এর সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. খালেদ মাহমুদ। সেমিনারে বক্তব্যে অংশ নেন অর্থোপেডিক সার্জন সহকারী অধ্যাপক ডা. বাকী বিল্লাহ, ডা. শান্তনু ধর ইমন, গ্যাস্ট্রো সার্জন সহ অধ্যাপক ডা. জানে আলম। সেমিনারের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেলথ কানেক্ট ইন্টারন্যাশনাল-এর চেয়ার শফিক আজম। বিজ্ঞপ্তি