গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী গ্রেফতার

166

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে অজানা মামলায় ফলিক উদ্দিন (৪৫) নামে এক আমেরিকা প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র। আটকের পর প্রবাসী ফলিক প্রতিবেদককে বলেন,তাকে কি মামলায় আটক করা হয়েছে তিনি নিজেই জানেন না। পুলিশ বলছে আমার বিরুদ্ধে নাকি একটি ওয়ারেন্ট রয়েছে। ওই মামলার বাদী কে এখনও জানতে পারলাম না। তিনি বলেন নিজের ব্যক্তিগত কাজে প্রাইভেট কার যোগে গোলাপগঞ্জে আসছিলাম। কাজ শেষে দুপুর পনে ১টায় বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হই। ওই সময় গোলাপগঞ্জ মডেল থানার (অপারেশন) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মৃদুল চন্দ্র ভৌমিকসহ একদল পুলিশ পৌর সদরের গোলাপগঞ্জ বাজার চৌমুহনী থেকে আমাকে আটক করে থানায় নিয়ে আসেন। আমি একজন আ’লীগের সক্রিয় কর্মিও। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খারাপ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করায় আমি আদালতে মামলাও করেছি।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ফলিক উদ্দিন একটি মামলায় (নং- সিআর ১২৬/ ১৮) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। প্রবাসী ফলিককে দেখতে আসা স্বজনরা বলেন, গ্রামের একটি চক্র ফলিকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ভাবে হয়রানি করছে। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে চন্দরপুর গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছিলেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একে এম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, একটি ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।