জাহিদ হোসেন রনজু
মন-ময়ূরী, রূপের হাট
পাশের বাড়ি, কাছের বাট
খুললো একটু গবাক্ষ, মনের দ্বার
স্নিগ্ধ আলো চন্দ্রিকার
আধার ঘরে দীপ জ্বালায়
মন গহীনে ঢেউ জাগায়; সেই মেয়ে
নিদ্রাদেবী ফেরার আজ
গোসল খাওয়া সকল কাজ
বাসা বাধে মগডালে
চাতক পাখি জল খুঁজে
তিড়িংবিড়িং ফড়িং নাচ
সারাক্ষণই ঘর-উঠান; এই দশা
ঠোঁটের ভাঁজে চুঁড়ি ভাঙে
ডুগডুগডুগ ঢোল বাজে
মেঘ গুড়গুড় বোশেখ মাস
বিজলি ঝিলিক নীল আকাশ
কাঁপে হৃদয় থরথরে; তাই দেখে
দেখতে তাকে রৌদ্র-স্নান
সূর্য তীব্র রোদ পাঠায়
মেঘের কণা গায় ফুটে,
ঠকঠকঠক গাছ কাঁপে
ঈশান কোণে ঝড় উঠে
গুড়িয়ে মন যায় ছুটে; সেই ডাকে।
অর্জুন-ভেদী তীরন্দাজ
মুচকি হাসির শর আঘাত
ছুটায় বেগে চক্ষু বাণ
অবশ দেহ, মনের টান
ধ্বক-ধ্বক-ধ্বক হৃদয় বাটি
উল্টে পড়ে সেই খানে; সেই মনে।
আসলো কি সে ফুল হয়ে?
আলো-ছায়ার রোদ্দুরে
নাকি উড়ায় মন পাখা, দায় বুঝা
ইচ্ছে ঘুড়ি উড়ুক তবু
যেমন খুশি তেমন তার
আমার তো আর নাই উপায়, পেছন যাই।
এমন করেই যাচ্ছে দিন
উড়ছে বেলুন, মন রঙিন
ঘুরছি প্রেমের চক্করে ; গল্প এই।