কাজিরবাজার ডেস্ক :
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘মন্ত্রী থাকাকালে গত দশ বছরে আমার সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ টাকার। বর্তমানে আমার মোট সম্পত্তির পরিমাণ হয়েছে ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকার।’
তিনি বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার আগে আমার সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৪ লাখ টাকার মতো।’
সোমবার সচিবালয়ে নিজের ব্যক্তিগত কর হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তার ব্যক্তিগত আয়ের বিবরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি সরকার থেকে ১০ লাখ ৬৭ হাজার ৫৮০ টাকা পাই। কমিশন থেকে পাই ১ লাখ ২৫ হাজার ৩৪২ টাকা। মেইনটেন্যান্স থেকে পাই ২ লাখ ৬৮ হাজার ৯৭৮ টাকা। ইউএস ডলার বন্ড থেকে পাই ১ লাখ ৫৮ হাজার ১৭০ টাকা। ডিভিডেন্ট থেকে পাই ১৬ হাজার ৯২৩ টাকা। মোট আয় হয় ১৬ লাখ ৩০ হাজার ৯৯৩ টাকা।’
মন্ত্রী তার আয়করের বিবরণ দিতে গিয়ে বলেন, ‘ এ বছর (২০১৮-২০১৯ অর্থবছর) আমার মোট আয় হয়েছে ১৭ লাখ ৯৭ হাজার ৩৪৮ টাকা। এটা ট্যাক্সেবল ইনকাম। আর নন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ১৬ লাখ ৩০ হাজার টাকা। মোট আয় হয়েছে ৩৪ লাখ ২৮ হাজার টাকা।’
তিনি বলেন, ‘এ বছর আমাকে মোট আয়কর দিতে হবে ২ লাখ ২৭ হাজার ৯২১ টাকা। এর মধ্যে আগেই ১ লাখ ৫৪ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৬৮ হাজার ৪৭৮ টাকা কর আজ দিচ্ছি।’