কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি লড়তে চান ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করছেন, তাদের চেয়ারপারসন ভোটের আগে কারাগার থেকে মুক্ত হয়ে প্রচারে নামতে পারবেন।
সোমবার দলের মনোনয়নের চিঠি বিতরণ শুরু হয় এই তিনটি আসনের মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মনোনয়নের চিঠি তুলে দেন দলটির বগুড়া জেলার সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালুর হাতে।
চিঠি তুলে ধরার সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মির্জা ফখরুলের কান্নায় নেতাকর্মীদের চোখ অশ্রুসজল হয়ে উঠে।
মনোনয়ন হস্তান্তর করে বিএনপি মহাসচিব বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, বেগম খালেদা জিয়া যেন মুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। নির্বাচনের মধ্যে দিয়ে জাতি ন্যায়বিচার পায় এবং দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়।’