জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় আরেকজন গ্রেফতার

18

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে অভিনব চুরির ঘটনায় আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নুর আলম (২৬)। সে জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের জবর আলীর ছেলে।
জানা গেছে, গত ২১ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের অর্জুন মাকেটের পাশে যুক্তরাজ্য প্রবাসী কনা মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা, পাউন্ড ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় ২৪ নভেম্বর শনিবার নুর আলম নামের আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে সে চুরি করেছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে।