বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেনন, এম.পি. আজ সিলেট আসছেন। ঐদিন বেলা ৩টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে রুশ বিপ্লবের শতবর্ষ উৎযাপন উপলক্ষে বর্তমান বিশ্বে সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুশান্ত কুমার দাশ, সিলেট সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম রব্বানী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সরকার সোহেল রানা। মন্ত্রী রাশেদ খান মেনন সন্ধ্যা ৭টায় এয়ারপোর্ট রোডস্থ গ্রান্ড সিলেট হোটেলে সাইনিং সিরোমনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগদান করবেন। শেষে রাত ১০ টায় উপবন এক্সপ্রেসে সিলেট ছেড়ে যাবেন।
বেলা ৩টায় রুশ বিপ্লবের আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টি সহ সকল গণসংগঠন এবং সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন এবং জেলা সাধারণ সম্পাদক কমরেড সেকান্দর আলী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি