নেছার আহমদ নেছার
যে নিবিড় ভালোবাসার মাঝে একাগ্র মোহের
নিবেদিত উজার করা বন্ধন তোমার আমার
সে-তো অনুরক্ত স্বপ্নীল দু’টি প্রাণের জীবন বাসনায়
প্রগাঢ় আসক্তির আস্ফালনে জীবন সাজাতে
মধুময় মিলন মোহনায়।
যে পাওয়ার সন্ধানে আজও বিভোর
কাটেনা সময় ব্যকুল ভাবনায়;
বুক চাঁপা হাহাকার বয়ে যায় সারাক্ষণ
বিরহের ক্ষণগুলো শেষ হয় না।
ব্যকুলতায় বিমত্ত উচ্ছ্বাস না পাওয়ার
সুরে সুরে বিরহ বিষাদের জ্বালাময়ী গান
অন্তরে বিষাদের ঝড় বয়ে যায়।
বহু দিন কেটে গেছে অদেখায়Ñ
প্রতিদিন মনে হয় জানি না পৃথিবীটা
কত না পাওয়ার- কত ব্যাদনার এই জীবন
কত ব্যাদনার এই স্বপ্নময় জীবনটা।
প্রতিদিন কাক ডাকা ভোরের শিক্ততায়
অন্তহীন ভাবনার মুক্ত বাতাস
মৃদু মৃদু বয়ে যায়-পাওয়ার সুতীব্র ব্যকুলতায়
বুকের মাঝে কেবলি শিহরণ আসে।