মিনহাজ উদ্দীন শরীফ
নিয়ম মাফিক ঘড়ির কাটা
সময় করে পার,
দমের মেশিন বন্ধ হইলে
কেউ ধারে না ধার।
লীলা যেদিন সাঙ্গ হবে
যাবে ভব পুরে,
আপন বলতে কেউ পাবে না
আষ্ঠেপৃষ্ঠে ঘুরে।
দিবা-নিশি ঘড়ির কাটা
এক নিয়মে চলে,
ডাক আসিলে যেতে হবে
মত্ত থাকলেও ছলে।
অচিন দেশে যাওয়ার পরে
পাবে না ফেরার পথ,
পাপে গড়া জীবন হলে
চলবে না পায়ের রথ।
গ্রষ্টার কথায় চলো যদি
বাঁচার পথটা পাবে ,
নইলে ইনসান পাপের ফলে
জাহান্নামে যাবে।