দুটি পাখির তর্ক

33

কবির কাঞ্চন

দুটি পাখি গাছের ডালে
কিচিরমিচির ডাকে
সেই ডাকেতে কতক পাখি
নতুন ফন্দি আঁকে।

একটি পাখির কন্ঠ বড়
ধমকিয়ে যায় গেয়ে
সুযোগ নেবে সবচে’ বেশি
অপর পাখির চেয়ে।

অপর পাখি তর্কে জড়ায়
কন্ঠ বড় করার
একটি পাখি ফন্দি আঁটে
অপর পাখি ধরার।

আকাশ জুড়ে চলছে এখন
কন্ঠ বড়’র খেলা
সুযোগ বুঝে তুঙ্গে আছে
কতক পাখির মেলা।

কতক পাখি মর্যাদা চায়
একটি পাখির কাছে
প্রতিবাদের ঝড় তুলে দেয়
অপর পাখির ধাঁচে।