বিশ্ব ইজতেমায় আজ আখেরি মোনাজাত

27

কাজিরবাজার ডেস্ক :
তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ।
গতকাল শনিবার (১০ জানুয়ারি’ ২০১৫) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক এ তথ্য জানিয়েছেন।
আখেরি মোনাজাতের সুবিধার্থে শনিবার রাত ১২টা থেকে আব্দুল্লাহপুর-জয়দেবপুর ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানা গেছে।
গত শুক্রবার (৯ জানুয়ারি’ ২০১৫) বাদ ফজর পাকিস্তানের মাওলানা মো. এহসানের আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন।
এর আগে বৃহস্পতিবার আসরের পর থেকেই ভারতের মাওলানা আহম্মদ লাট ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে ঈমান, আমল ও আখলাকের প্রাক বয়ান শুরু করেন।
এরই মধ্যে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমার মাঠ। টঙ্গী এখন পরিণত হয়েছে ধর্মীয় উৎসবের নগরীতে।