পাকা ধান নভেম্বর ১৬, ২০১৮ 64 Facebook Twitter Pinterest WhatsApp মো: আরিফ হোসেন পাকা ধানের গন্ধ পেয়ে কৃষকে আজ হাসে, পিঠা-পুলির সুবাস নিয়ে হেমন্তটা আসে। কৃষকের ঐ ঘরে ঘরে আনন্দরই মেলা, নতুন ফসল গোলায় ভরে কাটে শুধু বেলা। রাত্রি বেলায় মনের সুখে গানটা সবাই ধরে, মিষ্টি-মধুর সুরটা দিয়ে প্রাণটা খুবই ভরে।