জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে শুধু মাছ ধরার জন্য বেড়িবাঁধ কেটে হাওর শুকিয়ে ফেলায় বোরো জমি আবাদ করতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের খাপনার বন নামক হাওরে।
জানা গেছে, গত ৬ নভেম্বর মঙ্গলবার রাতে গন্ধর্বপুর গ্রামের মৃত আবদুস ছালামের ছেলে এখলাছুর ও হাবিজুর রহমান শুধু মাছ নিধনের জন্য স্থানীয় হাওর রক্ষা বেড়িবাঁধ কেটে দেয়। এতে হাওরের পানি কেটে দেয়া ভাঙন দিয়ে নদীতে নেমে যায়। যে কারণে হাওর শুকিয়ে যাওয়ায় হাওরে জমি আবাদ করা যাচ্ছে না। তাই পানির অভাবে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।
এ ব্যাপারে ১৩ নভেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন গন্ধর্বপুর গ্রামের কৃষক মোবাশি^র আলী সহ ১৯ জন। এর আগে গত ৮ নভেম্বর আরেকটি অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত ব্যবস্থা না নেয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, অভিযোগের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।