শীত এলো দ্বারে

17

অভি দে শিবা

সাত সকালে আঁখি মেলতে দৃষ্টি গেলো পথে
অন্ধকারে চলছে রবি কুয়াশা ঢাকা রথে।
দৃষ্টি জুড়ে একটু দূরে ঝাপসা লাগে বাড়ি
চিনতে পারা খুবি কঠিন পুরুষ কি বা নারী।

শরৎ শেষে আসলো হেসে কুয়াশা নিয়ে সাথে
তৃণের উপর ঝরে পড়ে কাঁপুনি ধরে রাতে।
শান্ত আভা নতুন প্রভা শীত পিঠার ধুম
সোনার গাঁয়ে শীতল বায়ে কাড়ে রাতের ঘুম।

গ্রামে গঞ্জে পুঁথির সুরে মানুষ আসে ছুটে
রঙ চা আর বিস্কু’ খেয়ে পুঁথির জ্ঞান লুটে।
মায়ের কোলে ছোট্ট শিশু চুপটি করে শুনে
কুয়াশা ঢাকা ঘাসের মাঝে জ্ঞানের বাণী গুনে।

দুষ্টু ছেলে নামেনা জলে মিথ্যে বলে রোজ
স্নান না করে করছি বলে মা’য়ে রাখেন খোঁজ।
বায়না ধরে রাত দুপুরে খেজুর রস খাবে
হাজার টাকা এক ঘড়া রস বাবা কই পাবে?

এভাবে শীত সবার দ্বারে বছর ফিরে আসে
অট্রালিকা আছে যাদের তারা’ই শুধু হাসে।
পথের ধারে কতো শিশুরা চোখের জলে ভাসে
গরীব যারা কষ্টে তারা কেউ থাকে না পাশে।