থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে বাহরাইন প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড় ১টার দিকে উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ নামক স্থানে ঘটনাটি ঘটে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে এবং আহত ১৫জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
নিহতরা হলেন, বরিশাল জেলার বানারী পাড়া উপজেলার বেতাল গ্রামের মোবারক হাওলাদারের পুত্র সুলতান মিয়া হাওলাদার (৫০) একই উপজেলার গড়দাড় গ্রামের নুর মোহাম্মদ সরদারের পুত্র বারাইন প্রবাসী মাছুম সরদার (৩৪)। দুর্ঘটনায় আহত হচ্ছেন,সৈয়দ জামাল আহমদ (৫০), আছমা সরকার পপি (৩৪), কবির মিয়া (৫০),আবু নাসির মোল্লা (৫০),জাকির হোসেন (৩৮),হৃদয় রায় (১৮), সেলিনা আক্তার (৩৫), শাহানাজ খান (৪০),শরিফ(২১), মো: তুষার(৮), আহতদের মধ্যে অধিকাংশই ঢাকার গাজিপুর এলাকাসহ পাশ্ববর্তী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী এনা পরিবহনের বাস (ঢাকা মেট্ট্রো ব ১৪ -৭৪ ৫২) নিয়স্ত্রন হারিয়ে ঢাকা-সিলেট মাহাসড়কের বুরুঙ্গা সড়কের মুখ নামক স্থানে রাস্তার পার্র্শে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রীদের মধ্যে দুইজন নিহত হন এবং ১৫ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের ফায়ার সার্ভিসের এম্বুলেন্স যোগে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তাজপুর বালাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রাজা মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি। তাৎক্ষণিক ১৭জন আহত যাত্রী হাসপাতালে প্রেরণ করতে সক্ষম হই।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। বিকালে নিহতের আত্মীয় স্বজনরা লাশ দুটির পরিচয় শনাক্ত করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।