গোলাপগঞ্জে গাড়ী বাহির করলে সদস্য পদ বাতিল

31

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সারাদেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলা সিএনজি অটোরিক্সা শ্রমিকরাও ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সন্ধার পর সিএনজি অটোরিক্সা শ্রমিকরা মাইকিং করে এ ঘোষণা দেয়। এ সময় তারা মাইকিং’য়ে বলে আজ রবিবার সকাল ৬টা থেকে কেউ গাড়ী বাহির করলে নগদ ৩হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জন্য সদস্য পদ বাতিল করা হবে। মাইকিং’য়ে আরো বলা হয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সারাদেশের ন্যায় গোলাপগঞ্জেও ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ সিএনজি অটোরিক্সা শ্রমিক (রেজি-নং ২০৯৭) ইউনিয়নের সভাপতি মাখনের সাথে আলাপ করা হলে তিনি বলেন, শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত ৪৮ ঘন্টার মধ্যে কেউ রাস্তায় গাড়ী বাহির করতে পারবে না। রাস্তায় গাড়ী বাহির করলে নগদ ৩হাজার টাকা জরিমানা ও ৬মাসের জন্য সদস্য পদ বাতিল করা হবে।