চিত্তরঞ্জন সাহা চিতু
মিষ্টি শীতের নবান্নতে
হেমন্ত তাই এলো,
সবুজ মাঠে আনন্দতে
সুখটা ফিরে এলো।
তুলোর মত সাদা সাদা
মেঘগুলো সব ভাসে,
গাছে গাছে পাগলা হাওয়ায়
শিউলি টগর হাসে।
ভোরের বেলায় ঘাসে ঘাসে
শিশির কণা ঝরে,
ধুম পড়ে যায় পিঠা পুলির
এই বাঙালির ঘরে।
খেজুর গাছে মাটির কলস
রস পড়ে টুপ টুপ,
হেমন্তের এই শীত আমেজে
সবাই থাকে চুপ।
মাঠে মাঠে সোনালী ধান
চাষীর মুখে হাসি,
হেমন্তকাল আলোর ঝলক
মুক্ত তারার রাশি।