শহীদ মিনারে প্রগতিশীল আন্দোলনের নেতা মঈন উদ্দিন আহমদ এর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

30

ফুল আর চোখের জলে শেষ বিদায় জানানো হয়েছে সিলেটের প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক এডভোকেট মঈন উদ্দিন আহমদ জালালকে। শুক্রবার সকালে সিলেটের সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মঈন উদ্দিন আহমদ জালালের মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়। বেলা ১২টা পর্যন্ত মরদেহ রাখা হয় শহীদ মিনারে। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সংগঠকের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর মোবাইল ফোনে মঈনউদ্দিন জালালের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
নুুরুল ইসলাম নাহিদ বলেন, মঈন উদ্দিন আহমদ জালাল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর মৃত্যু সিলেটের প্রগিতিশীল রাজনৈািতক ও সাংস্কৃতিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি। এ অভাব পুরণ হওয়ার নয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, মঈন উদ্দিন আহমদ জালাল বিভিন্ন সঙ্কট ও দুঃসময়ে একজন প্রগতিশীল রাজনৈতিককর্মী হিসেবে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রী মঈন উদ্দিন আহমদ জালালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেটের ব্যবস্থাপনায় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী মঞ্চে মঈন উদ্দিন আহমেদ জালালের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রিয় কমিটি, সিপিবি কেন্দ্রীয় কমিটি, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপির কেন্দ্রীয় নেতা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিয়ানীবাজার পৌর সভার মেয়র মো. আবদুস শুকুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট ও সুনামগঞ্জ জেলা, জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা, বাসদ সিলেট জেলা শাখা, মদন মোহন কলেজ, সিলেট জেলা আইনজীবী সমিতি, কর আইনজীবী সমিতি সিলেট, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা, সিআরপি সিলেট, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটি ও সিলেট জেলা শাখা, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা, যুব আন্দোলন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, বাংলাদেশ উদীচী শিল্পী সংসদ সিলেট জেলা সংসদ, নগরনাট, দর্পণ থিয়েটার, সঙ্গীত পরিষদ সিলেট, খেলাঘর কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা শাখা, যুগান্তর সিলেট ব্যুরো, প্রথম আলো বন্ধু সভা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন সংগঠন। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা জ্ঞাপনকালে শহীদ মিনারে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ ব্যরিস্টার আরশ আলী, সাংস্কৃতিক সংগঠক চিত্তপ্রিয় আচার্য, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহ আল কাফী রতন, বেদানন্দ ভট্টাচার্য, হাবিবুল ইসলাম খোকা, জাসদ নেতা লোকমান আহমদ, জাকির আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ই উ শহীদুল ইসলাম শাহীন, অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান শিপন, ওয়ার্কাস পার্টির নেতা সিকন্দর আলী, যুব ইউনিয়ন নেতা মাসুক মিয়া, এডভোটেক শহিদুজ্জামান চৌধুরী, বাসদ নেতা আবু জাফর, জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী) নেতা উজ্জ্বল রায়, শাবি শিক্ষক অধ্যাপক ড. আব্দুল গণি, এডভোকেট আবুল হাসান, কবি একে শেরাম, উদীচী সংগঠক সৈয়দ মনির হেলাল, ডা. অভিজিৎ দাশ জয়, এডভোকেট সমর বিজয় সী শেখর, সুনামগঞ্জ সিপিবি নেতা এনাম আহমদ, অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, অধ্যক্ষ মো. ফজলুল হক, অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার, কমরেড আবুল হোসেন, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবি পুলিন রায়, সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন, নিরঞ্জন দাশ খোকন, বোরহান উদ্দিন দোলন, যুব ইউনিয়ন নেতা খায়রুল হাসান, নাট্য সংগঠক মিশফাক আহমদ মিশু, রজতকান্তি গুপ্ত, সঙ্গীতশিল্পী নিলেন্দু ভট্টাচার্য নিশু, গুলজার আহমদ, জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস দাস, কবি প্রণব কান্তি দেব, গণজাগরণ মঞ্চের সংগঠক দেবাশীষ দেবু, এডভোকেট বদরুল ইসলাম, যুব ইউনিয়ন নেতা পিনাক রঞ্জন চক্রবর্তী, বি এইচ আবির, সাংবাদিক আজিজ আহমদ সেলিম, আল আজাদ, আশরাফুল কবির, সংগ্রাম সিংহ, যুব ইউনিয়ন নেতা মাশরুল আলম মুখর, শাহারিয়ার চৌধুরী বিপ্লব, ইন্দ্রানী সেন, এডভোকেট মনির উদ্দিন আহমদ, মশাহিদ আলী, পারভেজ মাহমুদ, হিমাংশু দাস, রীমা দাশ, কবি আবিদ ফায়সাল, জাসদ নেতা গিয়াস আহমদ, চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন, অধ্যাপক এমএ ওয়াহাব, শাহজালাল সুমন, জুনেদুর রহমান চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গির, এডভোকেট এমএ ্ওয়াদুদ, আনিসুর রহমান, এডভোকেট আইনুল ইসলাম, এডভোকেট রবিউল লেইছ, কবি সুমন কুমার দাশ, সাংবাদিক খলিল রহমান, নাট্যকর্মী অরুপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক এমএ মালেক, ডা. নাজরা চৌধুরী, কবি মধাব রায়, তপন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি