বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দের উপর ফরমায়েশী রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১৪ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কামরুল হাসান শাহিন, মাহবুবুল হক চৌধুরী, আব্দুস সামাদ তুহেল, দেলওয়ার হোসেন দিলু, হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালিক, মন্তাজ হোসেন মুন্না, শামীমুর রহমান টুটুল, কামরুজ্জামান দীপু, আজিজ হোসেন আজিজ, সামসুল ইসলাম টিটু, মামুন আল রশিদ হেলাল, মনির মুন্সী, সাহেদ আহমদ, কামাল আহমদ, মইনুদ্দিন, আব্দুল হক, নুরুল আমিন বাবলু, কাওছার আহমদ নামর, আলী আহমদ, এ.এম শামীম, মিসবাহ উদ্দিন, আব্দুস সালাম, তামিজুল ইসলাম, আঙ্গুর আলম, ফয়ছল কামরান হেলন, নজরুল ইসলাম, সেলিম আহমদ, এমদাদুর রহমান ইমজাদ, সামাল আজাদ, মোহাম্মদ শাহজাহান, মুজাম্মেল আলী সাদ্দাম, রুহেল আহমদ রয়েল, শামীম আহমদ, জুয়েল চৌধুরী, খালেদ আহমদ, এহসান চৌধুরী, সানু শিকদার, আলম আহমদ, হেলাল আহমদ, হারুন গাজী, জুম্মান আহমদ, সারওয়ার আহমদ, মাহবুব আলম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি