আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সন্ত্রাসমুক্ত নিরাপদ জনবান্ধব আধ্যাত্মিক সিলেট নগরী গড়ে তুলতে আপনাদের সহযোগিতা চাই। ৩০ জুলাই টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি আপনাদেরকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বমানের সিলেট নগরী উপহার দিবো।
তিনি গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন এলাকা এবং দরগা মহল্লা এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে পৃথক গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন। পৃথক গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা উত্তরের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ লেবারপার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জহুরুল হক, এনডিপি সিলেট জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত। গণসংযোগকালে সিলেট নাগরিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে নগরীর ৮নং ওয়ার্ডের পনিটুলা এলাকায় টেবিল ঘড়ি মার্কার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলেমে দ্বীন হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, মো: শাহজাহান আলী, মো: লুৎফুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুস শহীদ, আব্দুল হাই, আব্দুল মতিন, মশাহিদ আলী, সামছুল ইসলাম, রহমত আলী, হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল লতিফ, রাহুল মতিন চৌধুরী মারজান, আব্দুল্লাহ তরফদার মাহমুদ, ইকবাল আহমদ চৌধুরী, জামিল আহমদ, আশফাক আহমদ আনাস, মাষ্টার জাকারিয়া, জাকির বখত ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি