রোটারী ডিষ্ট্রিক্ট গর্ভণর রোটারীয়ান ড. এম তৈয়ব চৌধুরী বলেছেন, রোটারী ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রাচীন মানব সেবা মূলক সংগঠন। এই সংগঠন প্রায় ২ শতাধিক দেশে দুর্যোগ মোকাবেলা, পোলিও নিরোধ সহ বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বাংলাদেশের শহর, গ্রাম, পাড়া মহল্লায় সকল রোটারিয়ানরা মানবসেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। রোটারিয়ানদের মানবসেবায় আরো উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার (২৩ ফেব্র“য়ারি) সকালে রোটারী ইন্টারন্যাশনাল এর ১১৩ তম জন্মদিন উপলক্ষে রোটারী ডিষ্ট্রিক্ট বাংলাদেশ-৩২৮২ সুরমা জোন’র পক্ষ থেকে রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ সিটি’র উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন থেকে র্যালীটি শুর হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়ানো ও শুভেচ্ছা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ সিটি’র চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি একে এম সামসুল হক দিপু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, ডিষ্ট্রিক্ট ট্রেজারার রোটারিয়ান পিপি মনিরুজ্জামান, এসিষ্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি মো. সেলিম খান, ক্লাব এডভাইজার রোটারিয়ান পিপি কফিল উদ্দিন বাবলু। বিজ্ঞপ্তি