ছাতকে ব্র্যাকের নারী কর্মীর টাকার ব্যাগ ছিনতায়ের আড়াইঘন্টা পর উদ্ধার

36

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক মহিলা কর্মীর কিস্তির টাকা তুলে ফেরার পথে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘন্টা পর ছইফুল ইসলাম ছয়ফুল (২৩) নামের এক ছিনতাইকারিকে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর তাকে থানা-পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে সিলেটের জালালাবাদ থানার আলীনগর (উত্তরপাড়া) গ্রামের আবদুল মন্নানের পুত্র। বুধবার দুুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের উদয়পুর-নুরল্লাহপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় এ ছিনতায়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ ব্রাক অফিসের কর্মসূচি সংগঠক, সুনামগঞ্জ সদর উপজেলার বরঘাট গ্রামের মৃত শরিফ উল্ল্যাহর কন্যা দিলনাহার বেগম (১৯) সপ্তাহের কিস্তির টাকা তুলতে উদয়পুর গ্রামের আবদুল মুমিন ও নুরুল্লাহপুর গ্রামের আবদুর রহমানের বাড়িতে যায়। সেখানের ২৬০১/২৬১৯ ও ২২০৭) বাড়ির কোর্ড থেকে কিস্তির ৬৭ হাজার ৩শ’৮৪ টাকা তুলে বেলা দেড়টায় কর্মস্থলে ফিরছিলেন। উদয়পুর থেকে নুরুল্লাহপুর বাজারের যাওয়ার পথে দু’গ্রামের মধ্যবর্তী নদীর পার এলাকায় পায়ে হেটে যাওয়ার পথে ছিনতাইকারি ছইফুল তার পিছু নেয়। এক পর্যায়ে তার কাঁদে থাকা বেগে ব্যক্তিগত ৬হাজার টাকাসহ মোট ৭৩ হাজার ৩শ’৮৪ টাকা, মোবাইল ফোন ও একটি ট্যাব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারিকে ধাওয়া করেন। ঘটনার প্রায় আড়াই ঘন্টা পর উদয়পুর গ্রামের চমক আলীর বাড়ি থেকে ছিনতাইকারিকে আটক করেন জনতা। খবর পেয়ে ছাতক থানার এসআই সফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা ছিনতাইকারি ছইফুলকে পুলিশ সোপর্দ করেন। এ ব্যাপারে এসআই সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত কাছ থেকে ৫৭হাজার ৩শত ৭০টাকা উদ্ধার হয়েছে এবং দিলনাহার বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।