জগন্নাথপুরে চোর সন্দেহে নারী-শিশু সহ আটক ৪

106

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে চোর সন্দেহে ২ নারী ও ২ শিশু কন্যাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা। আটককৃতরা হচ্ছে, মৌলভাবাজার জেলার মৌলভীবাজার থানার কুসুমবাগ গ্রামের লিটন মিয়ার স্ত্রী আছিয়া বেগম (২৬) ও গাইবান্ধা জেলার ফুলসিড়ি থানার টেংরাকান্দি গ্রামের শহিদ মিয়া স্ত্রী সীমা বেগম (২৫) এবং তাদের সাথে ২ শিশু কন্যা ঝুমা (৮) ও রাণী (৪)। তারা দীর্ঘদিন ধরে বিশ^নাথ থানা এলাকায় বসবাস করে আসছে।
জানা গেছে, ৭ অক্টোবর রোববার বিকেলে জগন্নাথপুর সদর বাজারে অরূপ রায় নামের এক মুদি ব্যবসায়ীর দোকানে গিয়ে নারীরা তার কিনতে চায়। এ সময় ব্যবসায়ী ক্যাশ ছেড়ে তার দিতে গেলে শিশু ঝুমা ব্যবসায়ীর টাকা রাখার ক্যাশ বাক্সের কাছে যায়। তখন শব্দ পেয়ে ব্যবসায়ী চোর বলে চিৎকার করলে বাজারের অন্যান্য ব্যবসায়ী সহ জনতা তাদেরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিব-২ বলেন, চোর সন্দেহে তাদেরকে আটক করা হলেও চোর প্রমাণিত না হওয়ায় তাদেরকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।