কোপ দিয়ে মোবাইল ছিনতাই

58

স্টাফ রিপোর্টার :
নগরীর ঝেরঝেরিপাড়া-ঝর্ণারপার সংযোগ সড়কে দা’র কোপ দিয়ে এক তরুণীর মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দা’র কোপে ওই তরুণীর বাম হাতের আঙ্গুলের রগ কেটে গেছে। ছিনতাইয়ের শিকার রেহানা আক্তার (২৩) নগরীর মিরাবাজার আগপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, চলমান খানা শুমারির গণনার কাজে ব্যস্ত ছিলেন রেহানা আক্তার। তার সাথে আরো এক তরুণী ছিলেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝেরঝেরিপাড়া-ঝর্নারপাড় সংযোগ সড়কে তারা আসামাত্র একটি মোটর সাইকেলযোগে আসা দুই ছিনতাইকারীর একজন রেহানার মোবাইল ধরে টান দেয়। এসময় রেহানা মোবাইল না ছাড়লে দা দিয়ে কোপ দেয় ওই ছিনতাইকারী। তখন নিজেকে রক্ষা করতে মোবাইল ছেড়ে হাত দিয়ে কোপ এড়ানোর চেষ্টা করেন রেহানা। এতে দা’র কোপে তার বাম হাতের আঙ্গুলের রগ কেটে যায়।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল বলেন, ছিনতাইয়ের শিকার ওই তরুণীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঙ্গুলের রগ কেটে গেছে। রাতে অস্ত্রোপচার হবে।