¬¬সরকার ব্যাংকিং সেবায় আধুনিকতার দ্বার উন্মোচন করেছেন – শফিকুর রহমান চৌধুরী

4

সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ব্যাংকিং সেবায় আধুনিকতার দ্বার উন্মোচন করেছেন। দেশ-বিদেশে বসবাসকারি বিভিন্ন ব্যাংকের গ্রাহকগণ স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা পাচ্ছেন। ১৯৭২ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে গড়ে ওঠা রূপালী ব্যাংক লি. আজ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ব্যাংকারদের কল্যাণে কাজ করছেন।
তিনি রবিবার সকালে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই বাজারের মছব্বির ম্যানশনে রূপালী ব্যাংক লিমিটেডের শাখা স্থানান্তর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগীয় প্রধান মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মো. মজনু মিয়া, ব্যাংকের বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, উপ-মহাব্যবস্থাপক অঞ্চল প্রধান সিলেট মো. ফজলুল হক, উপ-মহাব্যবস্থাপক অঞ্চল প্রধান মৌলভীবাজার জয়া চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক কামাল উদ্দিন আহমেদ, লালদীঘিরপার কর্পোরেট শাখার এজিএম সাব্বির আহমদ খান, মিরাবাজার কর্পোরেট শাখার এজিএম এসএম জুনায়েদ হাসান, মৌলভীবাজার মার্কেট শাখার এজিএম রিপন চন্দ্র সরকার, মৌলভীবাজার চৌমুহনা কর্পোরেট শাখার এজিএম গোবিন্দ কুমার পাল, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির।
ব্যাংকের কলারাই শাখার ব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিসার) মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক তেলাওয়াত করেন শাখার সিনিয়র অফিসার মো. আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চল প্রধান মো. আশরাফ হোসেন। বক্তব্য রাখেন, কলারাই বাজার কমিটির সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউর রহমান, ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি