রমজান আলী রনি
কাগজের ফুল খোপায় দিয়ে
রমনীরা যায়
সাদাসিধে বদনখানি
কাজল চোখে চায়।
চুলে করে খোপা বেনী
হাতে কাঁচের চুড়ি
মায়াবতী নয়নতাঁরা
বয়স সবে কুঁড়ি।
নদীর ভিতর ডুবে-ডুবে
শাপলা-শালুক তুলে
সূর্যমুখী আলোছায়া
নদীর ওপর দোলে।
তারই সাথে নদীর স্রোতে
গেয়ে উঠে গান
কাগজ দিয়ে নৌকা বানায়
জোয়ারভাটায় তান।