রেজাউল রেজা
আজকে তুমি অনেক ছোট
কালকে হবে ডাক্তার,
নয়তো ইঞ্জিনিয়ার।
তুমি অনেক বড় হবে
হবে দেশের কর্ণধার,
সমাজ গড়ার কারিগর।
তুমি করবে দেশটা শাসন
এমপি-মন্ত্রী হবে,
সাহস রেখো তবে।
তুমিই হবে লেখক-কবি
রবি-নজরুল হবে,
চিনবে সবাই ভবে।
আজকে তুমি খোকা-খুকি
কালকে হবে সাহেব-মেম,
পাবে ভালোবাসা-প্রেম।
যদি তোমার বুকের ভেতর
রাখ তুমি দেশপ্রেম।
বাঁধা বিপত্তি আসবে শত
থামবেনাকো তবু,
ভয় পেওনা কভু।
সঠিক পথে চলল তুমি
সহায় হবেন প্রভূ।