হাসান মার্কেট ও পুরাতন হকার্স মার্কেট ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা ॥ করোনার সংক্রামণ প্রতিরোধে ২৭৭টি মামলায় দেড় লক্ষ টাকা জরিমানা

43
করোনা ঠেকাতে ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় হকারদের জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে।

স্টাফ রিপোর্টার :
করোনার সংক্রামণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে ২৭৭টি মামলা দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার মতো জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দিনভর এ মামলাগুলো দেয়া হয়।
মঙ্গলবার সিলেটের বিভিন্ন জায়গায় আইন অমান্য করার দায়ে জেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। সিলেট শহরে ও জেলার সকল উপজেলায় ২১টি টিম

করোনা ঠেকাতে ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় হকারদের জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাস্তায় বেরিয়ে মাস্ক না পরা, নিয়ম না মেনে গণ পরিবহণে অতিরিক্ত যাত্রী বহনসহ করোনা প্রতিরোধে সরকারের বিভিন্ন নিয়ম ভাঙ্গার দায়ে মোট ২১টি টিম জরিমানা আদায় করে ১ লাখ ২০ হাজার ৫০ টাকা। একই সাথে মামলা দায়ের করা হয়েছে ২৬৮টি।
এদিকে, মঙ্গলবার মেয়র ও তার টিম দিনভর নগরীতে অভিযান চালিয়েছে। অভিযানে মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি লঙ্গনের অভিযোগে ৯টি মামলা দায়ের করা হয় এবং ২৬ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। সিএনজি অটোরিক্সা, পথচারী সহ বিভিন্ন দোকান ও মার্কেটে স্বাস্থ্যবিধি না মানায় এসব মামলা ও জরিমানা করা হয়।
মঙ্গলবার সকালে সিসিকের সচিব ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, র‌্যাব এবং মহানগর পুলিশের সহায়তায় এ অভিযানে নামেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু করে কীন ব্রীজ এলাকা, সুরমা মার্কেট, বন্দরবাজার, হাসান মার্কেট, লালদিঘীরপাড় ও হকার্স মার্কেট পরিদর্শন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অভিযানে ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার কোন সুযোগ-সুবিধা বিদ্যমান না থাকায় এবং করোনা সংক্রমণ ঝুঁকি বিবেচনায় নগরীর হাসান মার্কেট, লালদীঘিরপার ও হকার্স মার্কেট সাময়িকভাবে ৭ দিন বন্ধ রাখার আহবান জানিয়েছেন মেয়র আরিফ।
সিসিকের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকালে পরিচালিত অভিযানে মেয়র আরিফুল হক চৌধুরী সংশ্লিষ্ট মার্কেটের সভাপতি-সেক্রেটারীকে ডেকে এনে মার্কেট দুটি বন্ধ করতে বলেন। এরপর সংশ্লিষ্টরা মার্কেট বন্ধ করেন। এ সময় মেয়র তিনটি দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করেন। এছাড়া, বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এসব মার্কেটে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা-বানিজ্য চলছে। স্বাস্থ্যবিধি মানার প্রবনতা শূন্যের কোঠায়। এসব মার্কেটে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিন্দুমাত্র সুযোগও নেই উল্লেখ্য করে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁিক বিবেচনায় মার্কেটগুলো বন্ধ রাখার আহবান জানিয়েছি।

করোনা ঠেকাতে ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় হকারদের জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে।