ঐতিহ্য হারিয়ে পথে বসতে শুরু করেছেন সিলেটের পাথর ব্যবসায়ীরা। হাজারো কোটি টাকার ব্যাংক ঋণের বুঝা মাথায় নিয়ে ফেরারি হয়ে ঘুরছেন অনেক পাথর ব্যবসায়ী ও ক্রাশার মিল মালিক। লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর একমাত্র কারণ হলো সম্প্রতি দেশে চালু হওয়া ওভারলোডিং ব্যবস্থা। এ ওভারলোডিংয়ের কারণে গাড়ির যাতায়াত ভাড়া বৃদ্ধি পাওয়ায় দেশের অন্যান্য জেলার লোকজন এখন সিলেট থেকে পাথর ক্রয় করছেন না। ফলে বিপাকে পড়েছেন সিলেটের পাথর ব্যবসায়ী ও ক্রাশার মিল মালিক-শ্রমিকরা। গতকাল সোমবার এমন অভিযোগ এনে জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট বিভাগ ক্রাশার মিল মালিক ও পাথর ব্যবসায়ী পরিবহণ মালিক/শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ ক্রাশার মালিক ও পাথর ব্যবসায়ী পরিবহণ মালিক/শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার আব্দুন নুর, সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক মালিক, পিকআপ এবং কাভার্ডভ্যান মালিক সমিতি সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, ধোপাগুল স্টোন ক্রাশার মিল মালিক ও পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, হাজী শাইস্তা মিয়া, হাজী শানুর মিয়া, আব্দুল কাদির, মোঃ আজির মিয়া, মসরফ আলী, নুরুল আমীন, মোঃ মঈন উদ্দিন, আবু ইউসুফ বাবু, আব্দুল আহাদ, আব্দুল হক, মোঃ মোর্শেদ, মোজাম্মেল আলম সাদ্দাম, তুহিন চকদার, নিজাম উদ্দিন, মোঃ শাহাদত হোসেন, নুরুল আলম মাসুম, মোঃ ফরহাদ, মোঃ মনসুর, কাজী ফরহাদ, এখলাছুর রহমান, মঈনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি