পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এবং দাতা সংস্থা মিশরীয়র কেজেডই এর অর্থায়নে বৃহস্পতিবার দিনব্যাপি অর্থনৈতিক উন্নয়নে সহায়তা ও পশুসম্পদ পালন বিষয়ক প্রশিক্ষণ শিরোনামে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাসকপ এর প্রকল্প সমন্বকারী লাবনী স্বার্তী এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন পাসকপএর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র। প্রশিক্ষণ কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন গাজী। প্রশিক্ষণ কর্মশালায় নারী পুরুষ মিলে মোট ২৮জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হাঁস-মুরগী ও গরু-ছাগল পালন বিষয়ে বিস্তর আলোচনাসহ পশুসম্পদ পালনের সুফল, কোন জাতের পশু ও হাঁস-মুরগী পালন করলে লাভবান হওয়া যায় তা নিয়ে অংশগ্রহণ মূলক আলোচনা করেন। এর পাশাপাশি রোগের লক্ষণসমূহ ও কোন কোন রোগে কিকি প্রতিষেধক টিকা দেওয়া হয় সে বিষয়ে ধারনা প্রদান করাসহ এ সকল টিকা কোন কোন জায়গাতে পাওয়া যায় সে বিষয়েও ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তিতে বক্তারা আরো বলেন সংসারের কাজের ফাঁকে ফাঁকে ছোট পরিসরেও এই ধরনের গবাদি পশু ও হাঁস-মুরগী পালন করা যায়। নিজেদের মনের ইচ্ছা শক্তি থাকলে তা করা সম্ভব। ছোট পরিসরেও বাড়িতে গবাদি পশু পালনের ফলে সংসারের আয় বৃদ্ধি করা সম্ভব। আর কোন নারী যদি সংসারের ব্যয় নির্বাহ করতে সহায়তা করেন তবে তার সংসারের অনেক শান্তি ও স্বচ্ছলতা বয়ে আনে। সংসারের পাশাপাশি সমাজের এবং নিজের অনেক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে অনেক ক্ষেত্রে নির্যাতন থেকেও রেহাই পাওয়া যায়। উক্ত আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ১০ জন নারীদের অর্থনৈতিক উন্নয়নে আইজিএ সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি