সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৫ বছরের মেয়ের হার্টের ছিদ্রের অপারেশন সফলভাবে সম্পন্ন

45

হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। এতে হৃদরোগীদের স্বল্পখরচে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। বুধবার বিকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে একজন ক্ষুদ্র মৎস ব্যবসায়ীর ৫ বছরের মেয়ে মরিয়ম আখতার রাফার হৃদযন্ত্রের ছিদ্রের পিডিএ করে অপারেশন সফলতার সাথে সম্পন্ন করেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকার সহযোগী অধ্যাপক ডাঃ তৌফিক শাহরিয়ার হক।
গত মঙ্গলবার রাফার অসহায় মা-বাবা তাকে ভর্তি করলেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কিন্তু তার চিকিৎসার ব্যয় প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা। চিন্তিত এই মা-বাবার পাশে দাঁড়ালেন রুটিন অনুযায়ী ঢাকা থেকে আগত ডাঃ তৌফিক শাহরিয়ার হক। মেয়েটির পরিবার অর্ধেক টাকার যোগান দিতে পারলেও বাদবাকী অর্থের দায়িত্ব নিয়ে তিনি মেয়েটির পিডিএর ছিদ্রটিকে ডিভাইস করে বন্ধ করে দেন। মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ। বিজ্ঞপ্তি