বিচিত্র কুমার :
আঁকা-বাঁকা নদীর চিত্তে
সবুজ-শ্যামল দেশ,
মাছে-ভাতে বাঙালির
কাটে দিন বেশ।
মাঠে-ঘাটে সোনার ফসল
মুখ তুলিয়ে হাসে,
বন-বাদাড়ে পাখপাখালি
নীল আকাশে ভাসে।
ফুলে ফুলে প্রজাপতি
পাখ ছড়িয়ে থাকে,
দূর আকাশে রঙধনুটা
রঙের ছবি আঁকে।
সমুদ্র কূলে কী অপরূপ
যেন জুড়ায় দেহপ্রান,
বাউলেরা নেচে নেচে
গায় দেশের গান।
কোথায়ও নেইকো এমন মধুর
সোনার বাংলাদেশ,
লাল সবুজের নিশান উড়ে
দেখতে লাগে বেশ।