সুনামগঞ্জে র‌্যাবের হাতে আটককৃত ৪ বস্তা ভারতীয় মদের মালিক আটক

4

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে র‌্যাবের হাতে আটককৃত ৪ বস্তা ভারতীয় মদের প্রকৃত মালিক লক্ষণ বণিককে আটক করেছে পুলিশ। ২৪ আগষ্ট মঙ্গলবার বিকেলে শহরের পশ্চিমবাজারস্থ শ্রীগুরু শিল্পালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায় সুনামগঞ্জে মাদকসহ র‌্যাবের হাতে নিরীহ নৌকা চালক মোঃ রুহুল আমিন আটক হলেও ঘটনার মূল হোতা লক্ষণ বণিক ধরাছোঁয়ার বাইরে ছিল। গত ৮ আগষ্ট রবিবার রাত ১১টা ২০ মিনিটে ওসি আহাম্মদ আলী, এসআই কাজল চন্দ্র দেব, এসআই মোঃ খলিলুর রহমান ও এএসআই মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ সিপিসি-৩ এর টহলদল শহরের উত্তর আরপিননগর আবাসিক এলাকার বন্ধন ৩৪নং বাসভবনে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫১ হাজার ৮শত পচাত্তর টাকা মূল্যের মোট ৪ বস্তায় রক্ষিত ৭২টি ভারতীয় মদের বোতল ও ২ হাজার ৪ শত টাকা জব্দসহ নৌকা চালক রুহুল আমিন কে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ওসি আহাম্মদ আলী বাদী হয়ে রুহুল আমিনসহ অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ২৪ (খ) ধারায় মামলা নং ১২ (জিআর ২২৮/২১) তাং ১০/৮/২০২১ইং দায়ের করেন। দায়েরকৃত মামলাটি সদর থানার এসআই অঞ্জন চন্দ্র সরকার তদন্ত করছেন। তদন্ত করতে গিয়ে তিনি গ্রেফতারকৃত রুহুল আমিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পূর্বে আটককৃত ব্যক্তির কাছ থেকে জব্দকৃত মদের প্রকৃত মালিক শহরের নতুনপাড়া আবাসিক এলাকার নিলয় ৫০/২ নং বাসভবনের বাসিন্দা ও শহরের পশ্চিম বাজারস্থ শ্রীগুরু শিল্পালয় এর মালিক শংকর বনিক এবং তার পুত্র লক্ষণ বণিক ও রামকৃষ্ণ বনিক কে আটক করা হয়নি। শহরের উত্তর আরপিননগর আবাসিক এলাকার বাসিন্দারা জানান, রুহুল আমিন একজন নিরীহ নৌকা চালক। সে এলাকার চিহ্নিত কোন মাদক ব্যবসায়ী নয় এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় কোন ধরনের মামলাও হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা কললিস্ট ও রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ২৪ আগষ্ট মঙ্গলবার বিকেলে শহরের পশ্চিমবাজারস্থ শ্রীগুরু শিল্পালয় থেকে শুধুমাত্র লক্ষণ বণিককে গ্রেফতার করেছেন। তবে ভুক্তভোগী লোকজন ভারতীয় মদের প্রকৃত ব্যবসায়ী শংকর বণিক ও তার অপর পুত্র রামকৃষ্ণ বণিককে গ্রেফতার করার জন্য র‌্যাব ও পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।