সিলেটের নাট্য কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট নিয়মিত শুরু কর্মশালা শুরু করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী উচ্চারণ বিষয়ক কর্মশালায় অংশ নিবে সম্মিলিত নাট্য পরিষদের সদস্য সংগঠনের তিনজন করে প্রতিনিধি। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট পর্যায়ক্রমে নির্দেশনা, অভিনয়, লাইট ডিজাইনসহ অন্যান্য বিষয়ে কর্মশালার মাধ্যমে প্রত্যেকটি দলে নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরিকল্পনা নিয়েছে। উচ্চারণ বিষয়ক কর্মশালা ২ পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে প্রশিক্ষণ প্রদান করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ফারজানা সিদ্দিকা রুনি, নাট্যকর্মী ও বাচিক শিল্পী এবং প্রশিক্ষক নাজমা পারভীন, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক অনিমেষ বিজয় চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই কর্মশালা শারদাহল সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়াকক্ষে অনুষ্ঠিত হবে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে পরিষদের অন্তর্ভূক্ত দল সমূহের প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিতি ও সকল দলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি