মৌলভীবাজারে বরাক ও মনু নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

0

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের বরাক ও মনু নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মৌলভীবাজারের মনু নদী থেকে মো. রিমন শেখ (১২) ও দুপুর সাড়ে ১২টার দিকে আজিজুল ইসলাম (৬) নামে আরেক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. রিমন শেখ (১২) মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের মনির শেখের ছেলে এবং আজিজুল ইসলাম (৬) মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
জানা যায়, কনকপুর ইউনিয়নের মনু নদীতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে সকালে আজিজুল বরাক নদীর উপর সাঁকো পাড় হতে গিয়ে নদীতে পড়ে যায়। তখন স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। স্রোতের তোড়ে সে ভেসে যায়। পরে ডুবুরিদল কয়েকঘন্টা চেষ্টা করে দুপুরের দিকে তাঁর লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।